১৯৪৬ খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ে অনাথ ও সুবিধাবঞ্চিত মেয়েদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার মহান উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় বটমলী হোম বালিকা উচ্চ বিদ্যালয়। বিগত ৮০ বছর ধরে এই বিদ্যালয় নিষ্ঠা ও গৌরবের সঙ্গে নারী শিক্ষার বিস্তারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
ক্লাস সময়কাল
গ্রীস্মকালীন সময় সূচি প্রাথমিক শাখা: সোমবার থেকে বৃস্পতিবার সকাল ৭:৪৫ থেকে ১২:০০, এবং রবিবার ৮:৪৫ থেকে ১২:০০
মাধ্যমিক শাখা: সোমবার থেকে বৃস্পতিবার সকাল : ৭:৪৫ থেকে ১:০০, এবং রবিবার : সকাল ৮:৪৫ থেকে ১:০০ টা।