প্রধান শিক্ষিকার বাণী

সিস্টার মেরী সুপ্রিতী এস এম আর এ
মানবিক মূল্যবোধ, জ্ঞান ও নেতৃত্বের অনন্য সমন্বয় গড়ে তোলাই আমাদের লক্ষ্য।
Bottomley Home Girls' High School-এর প্রতিটি শিক্ষার্থী যেন শুধু একজন মেধাবী শিক্ষার্থী নয়, বরং একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠে—এই চেতনায় আমরা অগ্রসর হচ্ছি।
আমাদের বিদ্যালয়ে শিক্ষা শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, নৈতিকতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলি গড়ে তোলার এক বিকাশমান প্ল্যাটফর্ম।
আমি বিশ্বাস করি, পরিবার, শিক্ষক এবং শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতায় একটি আলোকিত ভবিষ্যৎ নির্মাণ সম্ভব। এই ওয়েবসাইটের মাধ্যমে আমাদের বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম, অর্জন এবং স্বপ্নের গল্প আপনাদের সামনে তুলে ধরা হবে।
আসুন, আমরা সবাই মিলে একটি নিরাপদ, সুশৃঙ্খল ও মানবিক শিক্ষা পরিবেশ গড়ে তুলি—যেখানে প্রতিটি শিক্ষার্থী নিজেকে চিনে নিতে পারে এবং বিশ্বে আলোকবর্তিকা হয়ে উঠতে পারে।
শুভকামনা রইল সকলের জন্য।
Message from the Headmistress
Sr. Mary Supriti SMRA
Our mission is to nurture a harmonious blend of human values, knowledge, and leadership.
At Bottomley Home Girls' High School, we strive to shape each student not only as an academically capable learner but also as a responsible and compassionate citizen.
Education here goes beyond textbooks—it is a journey of building confidence, ethics, creativity, and leadership in every student.
I firmly believe that with the combined efforts of parents, teachers, and students, we can build a brighter and more meaningful future.
Through this website, we aim to share with you the vibrant activities, achievements, and dreams of our beloved institution.
Let us work together to create a safe, disciplined, and value-based learning environment—where each student discovers her true potential and becomes a beacon of light for the world.
Wishing you all continued success and blessings.