preloader_image

বটমলী হোম বালিকা উচ্চ বিদ্যালয় এর ইতিহাস- প্রতিষ্ঠান পরিচিতি

১৯৪৬ খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ে অনাথ ও সুবিধাবঞ্চিত মেয়েদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার মহান উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় বটমলী হোম বালিকা উচ্চ বিদ্যালয়। বিগত ৮০ বছর ধরে এই বিদ্যালয় নিষ্ঠা ও গৌরবের সঙ্গে নারী শিক্ষার বিস্তারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

ঢাকার তেজগাঁও এলাকায় অবস্থিত এই বিদ্যালয়টি শুধুমাত্র পাঠদান নয়, বরং নৈতিকতা, নেতৃত্ব, মূল্যবোধ এবং সমাজসেবার আদর্শ শিক্ষা দিয়ে ছাত্রীদের গড়ে তুলছে একটি সুন্দর ভবিষ্যতের জন্য। শত শত প্রাক্তন ছাত্রী আজ বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত, যারা এই বিদ্যালয়ের আদর্শ ও শিক্ষার ফলস্বরূপ সমাজে অবদান রাখছে।

৮০ বছরের গৌরবময় পথচলায় আমরা ফিরে দেখি এক সফল ইতিহাস, আর সামনে এগিয়ে যাই "Unending Grace" – অর্থাৎ সৃষ্টিকর্তার অন্তহীন কৃপায় প্রেরণা নিয়ে।

আমাদের মিশন (Mission)

ছাত্রীদের মাঝে একাডেমিক উৎকর্ষতা, নৈতিকতা, নেতৃত্বগুণ ও আত্মবিশ্বাস গড়ে তোলা, যাতে তারা ভবিষ্যতে আত্মপ্রত্যয়ী, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে সমাজে অবদান রাখতে সক্ষম হয়।

আমাদের ভিশন (Vision)

একটি সমতাভিত্তিক, উদ্ভাবনশীল এবং মানবিক মূল্যবোধে সমৃদ্ধ শিক্ষার পরিবেশ গড়ে তুলে নারী শিক্ষায় একটি আদর্শ ও অগ্রণী প্রতিষ্ঠান হিসেবে বটমলী হোম বালিকা উচ্চ বিদ্যালয়কে প্রতিষ্ঠিত করা।